সিরিয়া ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। তারই জের ধরে সিরিয়া সংকট সমাধানের উপায়ের খোঁজে বৈঠক করতে ইরানে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক তাবরিজ শহরে ৭ সেপ্টেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সিরিয়া যুদ্ধের সাড়ে সাত বছরের মধ্যে বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরের সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্য এই ত্রিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।
এর আগে রাশিয়ার সোচি শহরে এবং তুরস্কের রাজধানী আংকারায় বৈঠক করেছেন তিন প্রেসিডেন্ট। এসব বৈঠক থেকে তিন প্রেসিডেন্ট সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সূত্র: ডেইলি সাবাহ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ