ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা র্যালি চলাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দক্ষিণপন্থী বিতর্কিত রাজনীতিবিদ জাইর বলসোনারো নামে এক প্রার্থী। বৃহস্পতিবার মিনাস গেরাইস রাজ্যে ভিড়ের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়।
হামলার পর সমর্থকরা দ্রুত জাইর বলসোনারোকে উদ্ধার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করেছে। খবর- বিবিসি'র।
ভিডিও ফুটেজে দেখা যায়, জাইর বলসোনারো র্যালিতে যখন সমর্থকদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তাকে ছুরিকাঘাত করা হয়। এরপর সমর্থকরা দ্রুত তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অপারেশন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকরা জানান, তার আঘাত গুরুতর ছিল। এ হামলায় তার মৃত্যুর শঙ্কা ছিল। তবে এখন তার অবস্থা স্বাভাবিক আছে।
পুলিশ জানিয়েছে, জাইর বলসোনারোর ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনভাবে আদেলিও অবিসপো নামের একজনকে আটক করা হয়েছে।
বর্ণবাদী এবং সমকামিতা নিয়ে অনেকবার বিতর্কের জন্ম দেয়া জাইর বলসোনারোকে আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম