ইকুয়েডরে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় সময় ৯টা ১২ মিনিটে দক্ষিণ আমেরিকার এই দেশটির মধ্যাঞ্চলের কাছাকাছি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৫ মাত্রা রেকর্ড করেছে।
গত ২০১৬ সালের ১৬ এপ্রিলে দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী ওই ভূমিকম্পে ৬৭৩ জন লোক মারা যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম