২০০৭ সালে ভারতের হায়দরাবাদে জোড়া বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর ২ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র বিশেষ আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই দুই জন হলেন অনীক শফিক সঈদ ও মোহাম্মদ আকবর ইসমাইল চৌধুরী।
এই মামলায় তৃতীয় দোষী ব্যক্তি তারিক আনজুমকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। সোমবার হায়দরাবাদের এই বিশেষ আদালত এই তিন জনের সাজা ঘোষণা করে। এর আগে গত ৪ সেপ্টেম্বর আদালত দুই অভিযুক্ত শফিক ও ইসমাইলকে দোষী সাব্যস্ত করে। আর এদিন আনজুমকে দোষী সাব্যস্ত করে আদালত।
অন্যদিকে, প্রমাণের অভাবে গত সপ্তাহে এই মামলায় অভিযুক্ত বাকী দুই জন মোহাম্মদ সাদিক ইসরার আহমেদ শায়িক ও ফারুক সরাফুদ্দিন তারকশকে আগেই খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১১ বছর আগে ২০০৭ সালের ২৫ আগষ্ট জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে হায়দরাবাদ শহর। সেইদিন সন্ধ্যা ৭.৪৫ মিনিট নাগাদ শহরের কোটি এলাকায় ‘গোকুল ঘাট’ ও লুম্বিনি পার্ক নামক দুইটি জায়গায় জোড়া বিস্ফোরণে মৃত্যু হয় ৪৪ জনের, আহত হয় ৬৮ জন।
তদন্তে নেমে ২০০৮ সালের অক্টোবর মাসে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের সদস্যরা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তদের আটক করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০২ (খুন) সহ অন্য ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনে মামলা দায়ের করা হয়। যদিও সেই ঘটনায় ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর প্রধান রিয়াজ ভাটকল ও তার ভাই ইকবাল ভাটকল এখনও পলাতক।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর