সৌদি আরবে হারামাইন হাইস্পিড ট্রেনের সিডিউল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে পুরোদমে চালু হচ্ছে এই ট্রেন সার্ভিস। জানা যায়, বৃহস্পতি-শুক্র-শনি ও রবি সপ্তাহের এই চারদিনে ৮টি ট্রিপ পরিচালিত হবে। যা প্রতি ১ ঘন্টা অন্তর চলবে।
মুসলিমদের পবিত্রতম শহরদ্বয়ের মধ্যের যাত্রার সময় বাঁচাতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে উচ্চগতিসম্পন্ন এ ট্রেন উদ্বোধন করা হয়েছে। প্রায় ১৬ বিলিয়ন ডলার ব্যায়ের প্রজেক্টে মক্কা থেকে মদিনার ৪৫০ কিলোমিটার দূরত্ব পার করতে সময় লাগবে ২ ঘণ্টারও কম সময়। গত ১৪ মহররম বাদশা সালমান বিন আব্দুল আজিজ এই ট্রেন সার্ভিস উদ্বোধন করেন। মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ এই ট্রেন সার্ভিসের টিকেট পাওয়া যাবে অনলাইনে।
আগামী ২০১৯ এর জানুয়ারি থেকে ১২টি ট্রিপ চালু হবে। এই ট্রেন ৫টি স্পটে থামবে। স্পটগুলো হল: মক্কা, জেদ্দা, কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট, কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটি ও মদিনা। এই সার্ভিসের ফলে মক্কা মদিনার দূরত্ব অনেক কমে গেল। এই সার্ভিসের আওতায় ৪১৭ সিটের ৩৫টি ট্রেন চলবে। কর্তৃপক্ষ আশা করছে, এই ট্রেন সার্ভিসে বছরে ৬০ মিলিয়ন যাত্রী পরিবহন করতে সক্ষম হবে।
মক্কা থেকে জেদ্দা হয়ে মদিনা পর্যন্ত এই ট্রেন লাইনের দূরত্ব ৪৫০ কিলোমিটার। সড়ক পথে মক্কা মদিনার সরাসরি দূরত্ব ৪১০ কিলোমিটার।
বিডি প্রতিদিন/এ মজুমদার