ফিজিতে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। রবিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সর্তকতা জারির খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, উত্তর উত্তর-পশ্চিমাঞ্চলীয় ‘নয় দ্বীপ’ থেকে ২৬০ কিলোমিটার দূরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৫১ কিলোমিটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ