বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া ক্ষমতাধর দেশগুলো। তারই জের ধরে নিজ দেশে তৈরি প্রথম বহুমুখী যুদ্ধবিমানের উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে চীন। বিমানটি গুইঝু থেকে ঘন মেঘের মধ্য দিয়ে প্রায় ১০ মিনিট ধরে উড়েছে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সমরাস্ত্র কোম্পানি এভিয়েশন ইন্ডাষ্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) এফটিসি-২০০০জি নামের এই বিমানটি তৈরি করেছে।
এ ব্যাপারে এভিআইসি জানিয়েছে, বহু ভূমিকা পালনে সক্ষম স্থায়ী পাখার এই যুদ্ধবিমানটি মূলত আকাশ থেকে ভূমির লক্ষ্যস্থলগুলোতে আঘাত হানার কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি এটি ফাইটার জেট ও প্রশিক্ষণ বিমান হিসেবেও কাজ করতে পারবে।
এভিআইসির দেওয়া তথ্য থেকে জানা গেছে, চীনের বিমান বাহিনী ও নৌবাহিনী যে উন্নত প্রশিক্ষণ বিমান ব্যবহার করে সেগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই আসনের এই বিমানটি তৈরি করা হয়েছে।
বিমানটির সর্বোচ্চ গতি এক দশমিক দুই মাখ বা ঘন্টায় ১,৪৭০ কিলোমিটার। টেইকঅফের সময় এটি সর্বোচ্চ ১১ মেট্রিক টন ভর বহন করতে পারে। বিমানটির সর্বোচ্চ ফ্লাইট পরিসীমা ২,৪০০ কিলোমিটার। এছাড়া, বিমানটি একটানা তিন ঘন্টা ধরে আকাশে থেকে অভিযান চালাতে পারবে এবং তিন টনের মতো ক্ষেপণাস্ত্র, রকেট অথবা বোমা বহন করতে পারবে। এটি আধুনিক রাডার ও ফায়ার কন্ট্রোল সিস্টেমে সজ্জিত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ