রাশিয়ার সিনেটের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিশনের প্রধান ভিক্টোর বোনদারেফ বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে গত তিন বছরে ১১২ জন রুশ সেনা প্রাণ হারিয়েছে। রুশ টিভি চ্যানেল 'রাশা ২৪' এ খবর দিয়েছে।
বোনদারেফ বলেছেন, প্রায় অর্ধেক সেনা মারা গেছে দুটি বিমান ধ্বংসের ঘটনায়। এগুলো হলো অ্যান্টোনোভ-২৬ এবং আইএল-২০।
অ্যান্টোনোফ-২৬ গত ৬ মার্চ সিরিয়ার আকাশে বিধ্বস্ত হয়। এতে ৩৯ জন আরোহীর সবাই মারা যায়। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর আইএল-২০ ভূপাতিত হয়। ইসরায়েলি জঙ্গি বিমানকে লক্ষ্য করে নিক্ষিপ্ত একটি সিরিয় ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ভূপাতিত হয়। ইসরায়েলি জঙ্গি বিমানটি রুশ বিমানের আড়ালে লুকিয়ে পড়ায় এ ঘটনা ঘটে। রাশিয়া ওই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে।
গত তিন বছরে সিরিয়ায় রাশিয়ার ৮টি বিমান, ৭টি হেলিকপ্টার ও সম্ভবত দু'টি সামরিক যান ধ্বংস হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/০১ অক্টোবর ২০১৮/আরাফাত