যুক্তরাষ্ট্রে এই বছর অর্থাৎ ৬ নভেম্বরে হতে চলা মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীনের বাণিজ্যকে চ্যালেঞ্জ জানানো প্রথম মার্কিন প্রেসিডেন্ট তিনি। আর ঠিক এই কারণেই বেইজিং চাইছে না তিনি বা তার রিপাবলিকান পার্টি নির্বাচনে ভাল করুক।
জাতিসংঘে নিরাপত্তা পরিষদের বৈঠকে নেতাদেরকে নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, “চীন ২০১৮ সালের নভেম্বরের আসন্ন নির্বাচনে আমার প্রশাসনের বিরুদ্ধে নাক গলানোর চেষ্টা নিয়েছে। আমরা চাই না তারা এই নির্বাচনে হস্তক্ষেপ কিংবা বিঘ্ন সৃষ্টি করুক।” প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথম বৈঠকের উদ্বোধন করে এসব কথা বলেন ট্রাম্প। তবে তার অভিযোগের পক্ষে কোন প্রমাণ দেননি তিনি।
চীন তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে। নিরাপত্তা পরিষদে চীন সরকারের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, “আমরা কোনও দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করিনি আর করবও না। চীনের বিরুদ্ধে কোনও রকম অযাচিত অভিযোগ আমরা মেনে নেব না।” তবে দুপক্ষের হুমকি-পাল্টা হুমকিতে নতুন করে তৈরি হচ্ছে জটিলতা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর