সিয়েরা লিওনের রাজধানীতে সোমবার সামরিক বাহিনীর একটি ট্রাক উল্টে ১৩ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন্যই সামরিক সৈন্য। সামরিক বাহিনীর মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স সোমবার রাতে এ খবর প্রকাশ করেছে।
খোলা ছাদ বিশিষ্ট সেই ট্রাকে ৪০ এর বেশি সৈন্য ছিল। ব্যারাক থেকে রাজধানী ফ্রিটাউনে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের ৩০ মিটার নিচে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
সামরিক বাহিনীর ক্যাপ্টেন ইয়া ব্রিমা বলেন, এ ঘটনা আমাদের জন্য সত্যিই বেদনাদায়ক। আমাদের নিজস্ব গাড়িটি কীভাবে এমন মর্মান্তিক ঘটনার জন্ম দিয়েছে তা নিয়ে তদন্ত করছি আমরা।
বিডি প্রতিদিন/ফারজানা