আবারও উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীনা সাগর। বিতর্কিত ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) দেখে ক্ষোভ প্রকাশ করেছে চীন। রবিবারের ঘটনাকে তারা ‘নিজেদের সার্বভৌমত্বের প্রতি হুমকি’ হিসেবে অভিহিত করেছে।
এ ব্যাপারে মঙ্গলবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার পর চীনা নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে মার্কিন ডেস্ট্রয়ারকে সতর্ক করে দিয়ে চলে যেতে বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর কাছে অনুমতি ছাড়া প্রায়ই সামরিক জাহাজ প্রেরণ করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকি দেওয়া হচ্ছে, সিনো-মার্কিন সামরিক বন্ধনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুতর ক্ষতি করা হচ্ছে। চীনের সেনাবাহিনী কঠোরভাবে এই ধরনের আচরণ বিরোধী।’
মন্ত্রণালয় বলে, ‘আমরা যুক্তরাষ্ট্রকে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে এবং তাদরে ভুলগুলো এখনই সংশোধন করতে অনুরোধ জানাচ্ছি।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ‘দি ইউএসএস ডেকাটুর’ নামের ওই ডেস্ট্রয়ার রবিবার স্প্রাটলি দ্বীপের গাভেন ও জনসন শৈলশিরার ১২ নটিক্যাল মাইলের ভেতর গিয়েছিল।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ