এ বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের আর্থার আশকিন, ফ্রান্সের জেরার্ড মাওরো ও কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ ঘোষণা দিয়েছেন। পুরস্কার হিসেবে তারা পাবেন মোট ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনা।
ডোনা স্ট্রিকল্যান্ড পদার্থে নোবেল জয়ী তৃতীয় নারী। এ বিভাগে সর্বশেষ নারী হিসেবে নোবেল জিতেছিলেন যুক্তরাষ্ট্রে মারিয়া গ্যোপের্ট-মায়ার, ১৯৬৩ সালে। প্রথমজন বিজ্ঞানী মেরি কুরি। সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা