আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের খাস উরুজগান জেলায় সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবান জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধে ১০ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার এ অঞ্চলের সেনা মুখপাত্র আহমেদ সাদিক ইসা এ তথ্য জানান। খবর সিনহুয়ার।
এ সংঘর্ষে আরও সাত জঙ্গি আহত হয় বলেও জানান ওই কর্মকর্তা। তবে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো কিছু উল্লেখ না করে ওই কর্মকর্তা জোর দিয়ে জানান, বিমানবাহিনীর সহযোগিতায় সরকারি বাহিনী খাস উরুজগান জেলা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় জঙ্গিদের অবস্থানে সামরিক অভিযান অব্যাহত রাখবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম