Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৪ নভেম্বর, ২০১৮ ০৬:২২
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১০:১১

উত্তর কোরিয়ায় ১৩টি ক্ষেপণাস্ত্র পরিচালনা কেন্দ্রে সক্রিয়!

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়ায় ১৩টি ক্ষেপণাস্ত্র পরিচালনা কেন্দ্রে সক্রিয়!
ফাইল ছবি

আবারও উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সম্পর্ক। তারই জের ধরে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, উত্তর কোরিয়ার অঘোষিত প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র পরিচালনা কেন্দ্রের মধ্যে ১৩টি তারা চিহ্নিত করতে পেরেছেন।

সোমবার ওয়াশিংটন ডিসি ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এর গবেষক জোসেফ বারমুদেজ জানিয়েছেন, এই কেন্দ্রগুলোর কয়েকটিতে রক্ষণাবেক্ষণ ও ছোটোখাটো অবকাঠামোগত উন্নয়ন করতে দেখা গেছে। বারমুদেজ তার প্রতিবেদনে লিখেছেন, ‘ক্ষেপণাস্ত্র পরিচালনা ঘাঁটিগুলো উৎক্ষেপণা সুবিধার জন্য নয়। এসব জায়গা থেকে জরুরি পরিস্থিতিতে উৎক্ষেপণা করা যেতে পারে।’

জানা গেছে, সিএসআইএস উত্তর কোরিয়ার ভেতরে যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছে সেগুলো দেশটির বিভিন্ন অঞ্চলে দুর্গম পার্বত্য এলাকায় অবস্থিত। এই কেন্দ্রগুলো বিভিন্ন মাত্রার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহার করা যেতে পারে। এগুলোর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটি থেকে যুক্তরাষ্ট্রের যে কোন স্থানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য