Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ এপ্রিল, ২০১৯ ০৬:২৫

খবর রয়টার্স'র

মিয়ানমারে খনিধসে অর্ধশতাধিক ঘুমন্ত শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

মিয়ানমারে খনিধসে অর্ধশতাধিক ঘুমন্ত শ্রমিক নিহত
সংগৃহীত ছবি

মিয়ানমারে খনি ধসে প্রায় ৫০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও বহু শ্রমিক। ভূমি ধসের সময় শ্রমিকরা ঘুমিয়ে ছিল বলে জানা গেছে।

স্থানীয় সময় গত সোমবার রাতে পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে এ ধস শুরু হয়। দেশটির উত্তরাঞ্চলের একটি জেড (পান্না) খনিতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের মাউ উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তা জানান, অন্তত ৫৪ জন শ্রমিক খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এছাড়া ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর


আপনার মন্তব্য