ভারতের ওড়িশার গঞ্জম জেলার রুশিকুল্লার সমুদ্রতটে এ বছর আসার কথা ছিল বিরল প্রজাতির কচ্ছপ ওলিভ রিডলের। বছরের ঠিক এই সময় দলবেঁধে এরা চলে আসে। এটাই কচ্ছপদের ডিম পাড়ার সময়। তবে এ বছর সময় পেরিয়ে গেলেও আসল না এই বিরল প্রজাতির কচ্ছপের দল।
পরিবেশবিদরা মনে করছেন, ফণীর আভাস হয়তো পেয়েছিল এই কচ্ছপের দল। তাই হয়তো যেখানে প্রত্যেক বছর সময় আসলেই হাজির হয় সমুদ্রতটে। এ বছর কচ্ছপের হাজিরা প্রায় নেই বললেই চলে। ওড়িশার বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফণী ঝড়ের পূর্বাভাস আগেই ছিল। জীব জগতের অনেকেই আগে থেকে ঝড় বা প্রাকৃতিক দুর্যোগকে অনুভব করতে পারে। আর সেই কারণেই হয়তো কচ্ছপের দল আসেনি এই সময়ে ৷’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর