ব্লাসফেমি আইনে দেয়া মৃত্যুদণ্ড থেকে রেহাই পাওয়া পাকিস্তানের খ্রিষ্টান নারী আসিয়া বিবি ক্যানাডার উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেছেন। সঙ্গে তার স্বামী আশিক মাসিহ’ও রয়েছেন।
ব্লাসফেমি আইনের আওতায় ২০১০ সালে আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দীর্ঘ আট বছর কারাভোগ করতে হয় তাকে। এরপর ছয়মাস আগে সুপ্রিম কোর্ট আসিয়া বিবিকে মুক্তির রায় দেন। এরপর তাকে করাচিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়, কারণ কট্টরপন্থি ইসলামপন্থীরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল।
তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপি নামের একটি দল সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ করেছে। ফলে তিন দিনের জন্য পাকিস্তান অচল হয়ে পড়েছিল। এরপর সরকারের সঙ্গে একটি চুক্তির পর তারা বিক্ষোভ থামিয়েছিল।
সূত্র: ডিডাব্লিউ
বিডি-প্রতিদিন/ফারজানা