পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান হামলায় ১৭০ জন নিহত হয়েছিল বলে দাবি করেছেন ইতালির সাংবাদিক ফ্রানচেসকো মারিনো। বালাকোট হামলার পর একমাত্র বিদেশি সাংবাদিক হিসেবে মারিনো সেখানে যেতে পেরেছিলেন।
মাই টাইমসে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা ২৪ এর খবরে বলা হয়েছে, ২৬ ফেব্রুয়ারির এয়ারস্ট্রাইকে ১৭০ জন জইশ জঙ্গি প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার উল্লেখপূর্বক মারিনো দাবি করেছেন, এয়ারস্ট্রাইকের এক ঘণ্টা পর ৩৪ থেকে ৩৫টি মৃতদেহ বালাকোট থেকে সরিয়ে নেয়া হয়।
মারিনোর দাবি, ভারতের বিমানবাহিনীর হামলার ১৭০ জঙ্গি নিহত হয়। এদের মধ্যে ২০ জন জঙ্গি রয়েছে যারা চিকিৎসা চলাকালীন মারা যায়। ৪৫ জন আহত জঙ্গির চিকিৎসা চলে হরকত-উল-মুজাহিদিন শিবিরে।
বিডি প্রতিদিন/কালাম