ভারতের মহারাষ্ট্রের পুনেতে কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এসময় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে। দমকলের চারটি ইঞ্জিন প্রায় দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
পুলিশ জানায়, কাপড়ের গুদামটিতে ভোররাতে হঠাৎই আগুন লাগে। সে সময়ে গুদামে ঘুমাচ্ছিলেন শ্রমিকেরা। হঠাৎই আগুন লাগায় কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুনে ঝলসে মারা গেছেন পাঁচ শ্রমিক। অন্যরা কোনো রকমে গুদাম থেকে বাইরে আসতে সক্ষম হয়। আগুন লাগার কারণ এখন জানা যায়নি।
দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগে থাকতে পারে। তবে অন্যান্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন