প্রতি বছর লাখ লাখ পর্যটকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নেদারল্যান্ড। তাই দেশটি সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর প্রচার বন্ধ করে দেবে তারা। এর পরিবর্তে পর্যটকদের তুলনামূলকভাবে কম পরিচিত জায়গায় যাওয়ার জন্য উৎসাহ দেবে নেদারল্যান্ড।
কিছু বিষয়ে নিজেদের সাফল্যের বিড়ম্বনায় পড়তে হচ্ছে নেদারল্যান্ডকে। তার মধ্যে একটি হলো পর্যটন খাত। পর্যটকদের আকর্ষণ করতে সরকারি প্রচারণা এতই সফল হয়েছে যে নেদারল্যান্ডে প্রতি বছর প্রায় ১৯ মিলিয়ন পর্যটক বেড়াতে আসেন।
২০৩০ সালের মধ্যে নেদারল্যান্ডে প্রতিবছর ৪২ মিলিয়ন পর্যটক বেড়াতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে যা দেশটির জনসংখ্যার চেয়েও অনেক বেশি। নেদারল্যান্ডের বর্তমান জনসংখ্যা প্রায় ১৭ মিলিয়ন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন ফারজানা