যৌতুকের জন্য স্বামীর চাপ ও শ্বশুরবাড়ির অত্যাচার সইতে না পেরে বাবার বাড়ি গিয়ে কপাল পুড়ল এক নারীর। বাবার বাড়িতে যেতেই হোয়াটসঅ্যাপে স্বামীর তিন তালাকের মেসেজ। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের থানে এমনই ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ২৩ বছরের ঐ মহিলা।
গত সোমবার দায়ের করা মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে বিবাহ করেন তারা। বিয়ের পর থেকেও যৌতুকের জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করত শ্বশুরবাড়ির লোকজন। চলত মারধরও। সম্প্রতি স্ত্রীর কাছে ১০ লাখ রুপি দাবি করে স্বামী। এ অবস্থায় স্ত্রী বাবার বাড়ি চলে গেলে, তার কাছে স্বামীর তিন তালাকের হোয়াটসঅ্যাপ মেসেজ আসে।
স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেও, বিচ্ছেদ চান না বলে মামলার এজাহারে উল্লেখ করেছেন ঐ নারী।
এদিকে, গত বছরই ভারতীয় সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে 'অসাংবিধানিক' বলে রায় দিয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর লোকসভায় পেশ হওয়া তিন তালাক বিলটি আইনে পরিণত হলে, তিন তালাক জামিন-অযোগ্য ফৌজদারী অপরাধের তকমা পাবে। এক্ষেত্রে অভিযুক্তের জরিমানা ও ৩ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হবে। সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক