এভারেস্টে যে এতো আবর্জনা রয়েছে তা ভাবতে পারেনি নেপাল। আবর্জনার পরিমান দেখে নিজেরাই চমকে গিয়েছেন। গত কয়েক বছর ধরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার ইচ্ছা বিদ্যুৎগতিতে বেড়েছে। সারা বছই প্রায় এভারেস্ট অভিযানে যাচ্ছেন কোনো না কোনো অভিযাত্রী।
প্রতি বছর দলে দলে অভিযাত্রী এভারেস্ট জয়ে যাচ্ছেন আর ফেলে আসছেন টন টন আবর্জনা। গত এপ্রিল মাস থেকে এভারেস্ট পরিষ্কারের অভিযান শুরু করেছে নেপাল সরকার। কয়েক সপ্তাহ যেতে না যেতেই যে পরিমাণ আবর্জনা সেখান থেকে সংগ্রহ করা হয়েছে তা শুনলে চমকে যাবেন সকলেই।
এপ্রিলের ১৪ তারিখ থেকে এখনও পর্যন্ত এভারেস্ট থেকে ৫০০০ কেজি আবর্জনা সংগ্রহ করা হয়েছে। নেপালের সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্যে সেই আবর্জনা এয়ারলিফ্ট করা হয়েছে। তাতে পাওয়া গেছে অভিযাত্রীদের ব্যবহার করা অক্সিজেনের সিলিন্ডার, টিনের ক্যান, প্লাস্টিকের ব্যাগ। এছাড়াও একাধিক বর্জ্য উদ্ধার করা হয়েছে।
নেপালের পর্যটন দপ্তরের ডিরেক্টর জেনারেল দণ্ডু রাজ ঘিমিরে জানিয়েছেন, এভারেস্টকে পরিচ্ছন্ন রাখতে নতুন নিয়ম চালু করা হবে। যে নিয়মে প্রত্যেক অভিযাত্রীকে আট কেজি করে আবর্জনা নিয়ে ফিরতে হবে। এভারেস্টের এই পরিচ্ছন্নতার কাজে সেনাবাহিনী ছাড়াও শেরপা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের কাজে লাগানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর