উড়ন্ত বিমানে ঘুমন্ত মহিলাকে যৌন হেনস্থা করায় এক ভারতীয়কে জেলে পাঠাল ব্রিটিশ আদালত। সাজাপ্রাপ্ত ওই ভারতীয় যুবকের নাম হরদীপ সিং। ব্রিটিশ আদালত তাকে একবছরের কারাদণ্ড দিয়েছে।
আদালত সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল মুম্বাই থেকে ম্যাঞ্চেস্টারগামী বিমানে। সহযাত্রী ওই মহিলাসহ বিমানের অন্য যাত্রীরা যখন ঘুমোচ্ছিলেন, তখন হরদীপ ওই কাণ্ড করে। তার অভব্য আচরণে মহিলার ঘুম ভেঙে গেলে সঙ্গে সঙ্গে তিনি 'কেবিন ক্রু'র কাছে অভিযোগ করেন।
সেই অভিযোগের প্রেক্ষিতে বিমান অবতরণ করলে গ্রেফতার করা হয় হরদীপকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর