থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত সৈকত আরও দুই বছরের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। মায়া সৈকত নামের ওই সৈকতটি এর আগেও প্রায় এক বছর বন্ধ ছিল। ২০২১ সালের জুনের আগ পর্যন্ত সেখানে আর পর্যটকরা যেতে পারবেন না।
২০০০ সালে মুক্তি পাওয়া লিওনার্দো ডি ক্যাপ্রিওর 'দ্য বিচ' ছবির শুটিং হয়েছিল এ সৈকতে। এরপরপরই দ্বীপটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে।
থাইল্যান্ডের ন্যাশনাল পার্কস ডিপার্টমেন্টের পরিচালক সংতান সুকসাবাং বলেছেন, ২০২১ সালের জুনের পর আমরা পর্যালোচনা করে দেখবো সেখানে পর্যটকরা আসতে পারবেন কী না। সৈকতের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে আমাদের আরও সময় দরকার। আমদের লোকজন তিন মাস পরপর সৈকতের পরিস্থিতি পর্যালোচনা করবে।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ফারজানা