Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৬ মে, ২০১৯ ১১:৩৬
আপডেট : ২৬ মে, ২০১৯ ১৪:২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় সুনিশ্চিত: রুহানি

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় সুনিশ্চিত: রুহানি

ইরানকে কখনোই দাবিয়ে রাখা যাবে না মন্তব্য করে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ কখনই মার্কিন চাপে নতিস্বীকার করেনি, করবেও না। সংঘাতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের বিজয় সুনিশ্চিত।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তেহরানে গণমাধ্যমকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কথা উল্লেখ করে রুহানি বলেন, এভাবে ইরানকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, বর্তমানে বিশ্বের সব দেশ এবং আন্তর্জাতিক সংস্থা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ভর্ৎসনা করছে।

বিডি প্রতিদিন/কালাম


আপনার মন্তব্য