Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১১ জুন, ২০১৯ ০৪:৩৪
আপডেট : ১১ জুন, ২০১৯ ১০:০৪

নিউ ইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে নিহত ১

অনলাইন ডেস্ক

নিউ ইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার আছড়ে পড়ে নিহত ১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টারের আছড়ে পড়ে একজনের প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তি ঐ হেলিকপ্টারের চালক। এ ঘটনায় ধোঁয়ার কুণ্ডলীতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর এই সময়ের।

জানা যায়, সোমবার দেশটির স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের সেভেন্থ অ্যাভিনিউয়ে ৫০ তলা এএক্সএ ইকুইটেবল সেন্টারের মাথায় আছড়ে পড়ে হেলিকপ্টারটি। সঙ্গে সঙ্গে ওই বহুতলের নীচে রাস্তায় ভিড় ফায়ার সার্ভিস ও পুলিশ-সহ একাধিক জরুরি বিভাগের গাড়ি।

নিউ ইয়র্ক মেয়র অ্যান্ড্রু কুয়োমো জানান, বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে বহুতল ভবনের ছাদে ল্যান্ড করার চেষ্টা করেন কপ্টার চালক। কিন্তু শেষ পর্যন্ত ছাদের উপর আছড়ে পড়ার পরে হেলিকপ্টারে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। 

বিডি-প্রতিদিন/শফিক


আপনার মন্তব্য