১৬ জুন, ২০১৯ ১৭:২৮

'ভারতীয় রাজনীতিতে রাজবংশের বিশেষ গুরুত্ব রয়েছে'

অনলাইন ডেস্ক

'ভারতীয় রাজনীতিতে রাজবংশের বিশেষ গুরুত্ব রয়েছে'

রাম মাধব

ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্রের মধ্যে খারাপ কিছু দেখছেন না বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। শুক্রবার মহারাষ্ট্রে এক জনসভায় তিনি এই কথা জানান।

তিনি বলেন, কেবলমাত্র পারিবারিক পরিচয় দিয়েই মানুষের কাজ করা যায় না। 

ভারতীয় রাজনীতিতে রাজবংশের বিশেষ গুরুত্ব রয়েছে জানিয়ে রাম মাধব বলেন, ভারতে রাজবংশের উত্তরসূরী হওয়াকে রাজনীতির ক্ষেত্রে বিশেষ যোগ্যতা মনে করা হয়। এর মধ্যে ভুল কিছু নেই। কিন্তু মানুষদের যোগ্যতার মাপকাঠিতে রাজনীতির ময়দানে আসা উচিত। কেবলমাত্র পদবী ব্যবহার করেই রাজনীতি করা ঠিক নয়।

তিনি দাবি করেন, যে গত পাঁচ বছরে এই সকল বিষয় ভারতীয় রাজনীতি থেকে মুছে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই কারণেই সপ্তদশ লকসভা নির্বাচনে এসেছে বিশেষ সাফল্য।

মুম্বাইয়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতপাতের রাজনীতির নিয়েও মন্তব্য করেছেন তিনি। তিনি বলছেন, খুব সাধারণ রাজনৈতিক খেলার মাধ্যমে বিজেপি কেন্দ্রের ক্ষমতা দখল করেনি। একই সঙ্গে তিনি আরও বলেন, জাত এবং ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে আমরা ফের ক্ষমতায় ফিরিনি।

বিডি প্রতিদিন/১৬ জুন ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর