১৮ জুলাই, ২০১৯ ১৪:৪৫

ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি ভারতের

অনলাইন ডেস্ক

ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে ৫০ মিলিয়ন ডলারের চুক্তি ভারতের

ফাইল ছবি

ইসরায়েল অ্যারোস্পেসের সঙ্গে পাঁচ কোটি ৫০ মিলিয়ন ডলারের চুক্তি হল ভারতীয় নৌসেনার। আজ বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় নৌবাহিনী ও মুম্বাইয়ের এমডিএল শিপইয়ার্ডে মিসাইল সিস্টেমের জন্য সরঞ্জাম সরবরাহে এই ৫০ মিলিয়ন ডলারের একটি ‘ফলোআপ চুক্তি’ হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সরকারি সামরিক ঠিকাদার সংস্থা অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ।

অ্যারোস্পেসের সরবররাহ করা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার নৌ-ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার জন্য এই চুক্তি হয়েছে বলে গতকাল বুধবার ইসরায়েলি প্রতিষ্ঠানটি জানিয়েছে সংবাদমাধ্যমকে।

“ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছনোর ক্ষেত্রে এ চুক্তি একটি ব্রেক থ্রু,” বলেছেন ইসরায়েল অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও মহাকাশ বিভাগের কর্তা বোয়াজ লেভি।


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর