২২ জুলাই, ২০১৯ ১৪:৩০

'যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ইরান'

অনলাইন ডেস্ক

'যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ইরান'

পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা না বাড়াবেন আহ্বান জানিয়ে ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ লন্ডনকে সতর্ক করেছেন, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত ইরান। ব্রিটিশ সরকার ইরানের সম্পদ জব্দসহ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রবিবার ইরানের রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন। 

সম্প্রতি পারস্য উপসাগর থেকে ইরান দু'টি তেলের ট্যাংকার জব্দ করেছে বলে অভিযোগ করে ব্রিটেনের হুঁশিয়ারি, 'ইরানকে হয় ওই নৌযান ফেরত দিতে হবে, নতুবা পরিণতি ভোগ করতে হবে'। তবে ইরান জানিয়েছে, তারা ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইমপেরো নামের একটি জাহাজ জব্দ করেছে। তবে ব্রিটিশ পরিচালিত দ্বিতীয় তেল ট্যাংকার মেসদার জব্দ করা হয়নি। নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ে উদ্বেগের পর জাহাজগুলোকে নিজস্ব রুটে সঠিকভাবেই চলতে দেয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর