ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ভারত আগুন নিয়ে খেলছে।
একটি কানাডিয়ান-আমেরিকান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ভারত বোকার স্বর্গে বাস করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, বারবার কাশ্মীর ইস্যুতে সরব হবে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে বারবার এই ইস্যুতে কথা তুলবে পাকিস্তান। জাতিসংঘের মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। এই ইস্যুতে পাকিস্তানও চুপ করে বসে থাকবে না।
ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে আগুনের সঙ্গে খেলা করছে ভারত।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন