তুরস্ক সাফল্যের সঙ্গে প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি কংক্রিটের বাঙ্কারেও আঘাত হানতে সক্ষম। তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি নিউজ।
এসওএম-বি২ নামে ওই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি বৃহস্পতিবার সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তুরস্কের এটিই প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা জানিয়ে দেশটির শিল্প ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা ভারাঙ্ক বলেন, টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল রিসার্চ কাউন্সিলের (টিইউবিআইটিএকে) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই) এ ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করেছে।
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত টিইউবিআইটিএকে তুরস্কের শীর্ষস্থানীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান।
এই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের সশস্ত্র বাহিনী (টিএসকে) গভীর ভূগর্ভে সমাধিস্থ করা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করবে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তুর পরিসীমা ২৫০ কিলোমিটারেরও বেশি।
বিডি প্রতিদিন/ফারজানা