নাগরিক পঞ্জি প্রকাশের পর রবিবার আসাম যাচ্ছেন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটাই এ রাজ্যে তার প্রথম সফর।
দু'দিনের সফরে অমিত উত্তর-পূর্ব কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন। সেখানে নাগরিক পঞ্জি প্রকাশের পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি সোমবার বিজেপির নেতৃত্বাধীন ‘নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক' জোটের সঙ্গে বৈঠকও করবেন তিনি।
উত্তর-পূর্ব ভারতের উন্নয়ন ও এই অঞ্চলের রাজ্যগুলোর উন্নয়ন ও সংযোগ স্থাপনের দায়িত্বে রয়েছে এনইসি। স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথম অমিত শাহ উত্তর-পূর্ব ভারতের কোনো রাজ্যে আসছেন।
নাগরিক পঞ্জি থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ গিয়েছে। তার আসার আগে আসামকে আগামী ছয় মাসের জন্য ‘অশান্ত অঞ্চল'' বলে ঘোষণা করা হয়েছে।
২০১৯ নির্বাচনের আগে প্রচারে এসে অমিত শাহ জানিয়েছিলেন এই গোটা দেশ থেকেই অনপ্রবেশকারীদের ছুঁড়ে ফেলে দিতে বদ্ধপরিকর তাঁদের দল।
এদিকে নাগরিক পঞ্জি থেকে বহুসংখ্যক বাঙালি হিন্দুদের বাইরে রাখা নিয়ে বহু বিজেপি নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। আসামের শীর্ষ বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার জানিয়েছেন, তিনি মনে করেন না নাগরিক পঞ্জি তৈরি করে বেআইনি অনুপ্রবেশকারীদের দেশ থেকে সরানো যাবে না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন