১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৭

'আগ্রাসন বন্ধ না করলে সৌদিতে আরও কষ্টদায়ক হামলা চালানো হবে'

অনলাইন ডেস্ক

'আগ্রাসন বন্ধ না করলে সৌদিতে আরও কষ্টদায়ক হামলা চালানো হবে'

সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আগ্রাসন ও দখল অব্যাহত থাকলে সৌদি আরবে আরও বৃহৎ পরিসরে হামলা চালানো হবে এবং সেটি যে কোনো সময়ের চেয়ে আরও বেশি কষ্টদায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, যখন কেউ আপনাকে আক্রমণ করে তখন তাকেও সেভাবে আক্রমণ করা উচিত। সৌদি সরকারের উদ্দেশ্যে বলতে চাই আমদের হামলা চালানোর লক্ষ্য দিন দিন আরও বিস্তৃত হচ্ছে। আমাদের থামাতে হলে আমাদের দেশে সৌদি আরবকে দখলদারি ও আগ্রাসন বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের দেশে ৫ বছর থেকে আগ্রাসন ও দখলদারিরর মাধ্যমে যে অপরাধ সংগঠিত হয়েছে তার সমুচিত জবাব দেয়া আমাদের বৈধ ও স্বাভাবিক অধিকার। 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর