নিরাপত্তা নিশ্চিত করতে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা উচিত সৌদির বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ায় রাশিয়া-তুরস্ক-ইরান সম্মেলনের পর সোমবার যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, সৌদি আরবকে উপযুক্ত সহায়তা করতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে সৌদি আরবের রাজনৈতিক নেতারা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিলেই পারেন, যেটা ইরানি নেতারা আগে নিয়েছিলেন। সেটা হল-এস-৩০০ ক্রয় করা।
গত শনিবার সৌদির পূর্বাঞ্চলে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি অ্যারামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবকাইক এবং খুরাইস এলাকায় অবস্থিত ওই স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। এর ফলে সৌদি তেল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে। প্রায় পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সংঘাতে জড়িয়ে আছে। এর ফলে দীর্ঘদিন ধরেই সৌদিতে হামলা চালিয়ে যাচ্ছে হুতি বিদ্রোহীরা।
হামলার ফলে তেল উৎপাদন অনেক কমে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশ সৌদি। প্রতিদিন দেশটি ৭০ লাখের বেশি ব্যারেল তেল রফতানি করে থাকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার