১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১১

সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন জুগিয়ে মার্কিন যুবকের ২০ বছর জেল

অনলাইন ডেস্ক

সন্ত্রাসবাদী সংগঠনকে সমর্থন জুগিয়ে মার্কিন যুবকের ২০ বছর জেল

এই সেই যুবক।

পাকিস্তানি মদতপুষ্ট  লস্কর-ই-তৈয়বাকে সমর্থন জুগিয়ে জেলে যেত হল মার্কিন এক যুবককে। নর্থ টেক্সাসবাসী আঠারো বছরের ওই যুবকের ২০ বছরের জেল হয়েছে।

আমেরিকার জাতীয় নিরাপত্তার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স জানিয়েছেন, বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বাকে দৈনন্দিন রসদ জুগিয়েছে নর্থ টেক্সাসের ওই যুবক। পরিকল্পনা মতো কয়েক জনকে সে পাকিস্তানেও পাঠিয়েছে লস্কর-ই-তৈয়বায় যোগ দেওয়ার জন্য। ফলে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও প্রমাণিত হয়েছে। বিচারে ২৪০ মাস জেল হয়েছে। এই দু'দশক তাকে ফেডেরাল কারাগারে কাটাতে হবে।

দোষীসাব্যস্ত মার্কিন যুবকের নাম মাইকেল কাইল সোয়েল। আদালত সূত্রে খবর, তদন্তের সময় সোয়েলের বেডরুমে তল্লাশি চালিয়ে পুলিশ একটি এআর-১৫ স্টাইল রাইফেল উদ্ধার করে। এ ছাড়া, একাধিক ম্যাগাজিন ও অস্ত্রও পেয়েছে পুলিশ।

 

বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর