ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসর্গ করতেই মন্দির নির্মাণ করতে চলেছন উত্তরপ্রদেশের মুজফফরনগর জেলার মুসলিম নারীরা। সেখানকার একটি মুসলিম সংগঠনের নেত্রী রুবি গজনীর অভিমত মুসলিম নারীদের জন্য প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন এবং এর জন্য উনি সম্মান পাওয়ার যোগ্য।
তিনি জানান ‘তিন তালাক বাতিল করে আমাদের জীবনে আমুল বদল এনেছেন। তাছাড়া তিনি আমাদের জন্য গ্যাস সংযোগ ও বিনামূল্যে বাড়ি দিয়েছেন। এর বেশি ওনার কাছ থেকে আর কি চাওয়ার আছে?’
গজনি আরও জানিয়েছেন, গোটা বিশ্বেই মোদি সম্মানিত হয়েছেন তাই আমাদের দেশের মাটিতেও তাঁকে সম্মানিত করা উচিত।
গত বৃহস্পতিবারই ওই মুসলিম নারী সংগঠনের তরফে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে মন্দির নির্মাণের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের সংসারের খরচ বাঁচিয়ে দেশের প্রধানমন্ত্রীর জন্য মন্দির নির্মাণের খরচ তুলেছেন ওই নারীরা।
গজনি আরও জানিয়েছেন ‘আমরা একটা কথা পরিস্কার বলে দিতে চাই যে প্রধানমন্ত্রী ও তার নীতির প্রতি মুসলিম নারীদের পূর্ণ সমর্থন আছে এবং মোদিকে মুসলিম বিরোধী বলে উপস্থাপন করার কোন প্রয়োজন নেই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ