মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন রুখতে সৌদি আরবের অতিরিক্ত তিন হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার বলেছেন, দুই স্কোয়াড্রন যোদ্ধা, দুটি প্যাট্রিয়ট মিশাইল ব্যাটারি, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাড সৌদি আরবে পাঠানো হচ্ছে। পাশাপাশি চলতি বছরের সেপ্টেম্বর থেকে সর্বমোট তিন হাজার সেনা সেখানে পাঠানো হচ্ছে। খবর ওয়াশিংটন পোস্টের।
সৌদি আরবের দুটি তেল স্থাপনায় গত মাসের হামলার ঘটনা ঘটে। এ হামলার জন্য ইরানকে সরাসরি দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি।
মার্ক এসপার বলেছেন, তার সঙ্গে শুক্রবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাদের প্রতিরক্ষা সামর্থ্য ও মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে কথা হয়েছে।
যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার বড় ক্রেতা সৌদি আরব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর থেকেই সৌদির প্রশংসায় পঞ্চমুখ। শুক্রবার তিনিও বলেছেন, আমরা তাদের সাহায্য করতে যা যা করবো তার জন্য অর্থ পরিশোধে রাজি সৌদি।
বিডি প্রতিদিন/ফারজানা