দুটি চন্দ্রযানের ব্যর্থতায় থমকে গেছে ভারতের চাঁদ অভিযান। এর মধ্যে বড় ঘোষণা দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান কে শিবন বলেন, ভারতের চন্দ্রযাত্রা ব্যর্থ হয়নি। চন্দ্রযাত্রায় চমক থাকতে থাকতেই পরবর্তী মিশনগুলোর জন্য প্রস্তুত হচ্ছে ইসরো। আগামী বছর থেকে জোরকদমে আরও তিন ঐতিহাসিক লক্ষ্যের পথে পা বাড়াবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
ইসরো প্রধান দাবি করেন, হেরে গেলে চলবে না। চাঁদের পরে সূর্যের দেশে ছুটবে ইসরো। গগনযানে চেপে মহাকাশে পাড়ি দেবেন তিন নভোচারী। পৃথিবীর কক্ষপথে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্পেস স্টেশন বানানোর কাজও শুরু হবে। নাসার লুনার স্টেশনের মতো মহাকাশে নিজেদের বাড়ি বানিয়ে নতুন নজির গড়বে ভারত।
কে শিবন আরও বলেন, চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম মুখ থুবড়ে (Hard Landing) পড়ে চাঁদের দক্ষিণ মেরুর আঁধারে হারিয়ে গেলেও জেগে আছে অরবিটার। চাঁদের কক্ষপথে (Lunar Orbit) পাক খেতে খেতেই একটার পর একটা চমক দিয়ে যাচ্ছে সে। সশরীরে চাঁদে অবতরণ না করেও, চাঁদের মাটির গোপন কথা তুলে আনবে চন্দ্রযানের অরবিটার।
ইসরো প্রধান আরও বলেন, মঙ্গলগ্রহে রহস্যময় লাল গ্রহের পর্দা একে একে খুলেছে ইসরোর মঙ্গলযান। রাশিয়ার ROSCOSMOS, মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা (NASA) এবং ইউরোপীয়ান স্পেস এজেন্সির (ESA) মতো মঙ্গলযাত্রার ইতিহাসে নতুন দিগন্ত খুলে দিয়েছে ইসরোর Mars Orbiter Mission (MOM)। ২০১৩ সালের সেই ঐতিহাসিক যাত্রার পাঁচ বছর পূর্ণ হয়েছে। পরবর্তী মঙ্গল-অভিযানের জন্য তৈরি হচ্ছে ভারত। সূত্র : দ্য ওয়াল।
বিডি-প্রতিদিন/শফিক