যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। চলছে পাল্টা-পাল্টি হুমকি। তার তারই জের ধরে এবার হুঙ্কার দিল ইরান। যুক্তরাষ্ট্র ইরানে কোনো রকম হামলা চালালে কেবল তাদেরই নয়, যে দেশ থেকে সে হামলা চালানো হবে সে দেশকেও সমুচিত জবাব দেবে বলে হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।
রবিবার দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তাদের স্বার্থ আছে এমন যে কোনো জায়গা হুমকির মুখে পড়বে। শুধু তাই নয়, তাদের মিত্ররাও এর আওতায় পড়বে। আর ইরান যে তা করতে পারে, ইতোমধ্যেই তা প্রমাণিত।
‘এমনকি কোনো দেশ যারা সরাসরি সম্ভাব্য এমন কোনো যুদ্ধে সংশ্লিষ্ট নয়, কিন্তু ইরানে হামলা চালাতে শত্রুপক্ষকে নিজেদের ভূমি ব্যবহার করতে দিয়েছে, তাদেরও আমরা শত্রু বিবেচনা করবো, এবং আগ্রাসনকারীর সঙ্গে যে আচরণ করা উচিত তাদের সঙ্গে তাই করা হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ