চিলির রাজধানী সান্টিয়াগোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের সময় বাড়ি-ঘর এবং ভবন কেঁপে ওঠে।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় ইলাপেল শহরের কাছে ওই ভূমিকম্পটি আঘাত হানে।
চিলির জাতীয় ভূমিকম্প জরিপ জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬ বলে উল্লেখ করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন