গ্রিসের উত্তরাঞ্চলে একটি রেফ্রিজারেটর ট্রাক থেকে ৪১ অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে।
সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় জানথি শহরের হাইওয়েতে নিয়মিত তল্লাশিকালীন তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধারকৃত অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে জানিয়েছে গ্রিস পুলিশ।
গত মাসে লন্ডনের এসেক্সে একটি ফ্রিজার লরি থেকে ভিয়েতনামের ৩৯ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন