ভারতের রাজধানী দিল্লির বাতাস দিওয়ালির পর থেকেই দূষিত হয়ে গেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে পাশের রাজ্যগুলোর কৃষকদের ফসল পুড়িয়ে ফেলার ধোঁয়া। সব মিলিয়ে দিল্লির অবস্থা এখন ভয়াবহ। তারই জের ধরে দিল্লির হাসপাতালগুলোতে ফুসফুস ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সংখ্যা অনেক বেড়েছে।
এদিকে, বায়ু দূষণের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় নয়াদিল্লিতে 'নাগরিক প্রতিবাদ' করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। বুধবার ইন্ডিয়া গেটের সামনে প্রতিবাদ জানান কয়েকশ মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হলেও কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই নিস্ক্রিয় ছিল। যত দ্রুত সম্ভব বায়ুদূষণের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।
অন্যদিকে, বায়ু দূষণ বিরোধী নান কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৯৯ হাজারটিরও বেশি জরিমানার ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ