সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর থেকে ৮০০ চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এসময় শত শত কম্পিউটার ও মোবাইল ফোনের সিম কার্ড জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তদন্ত চলছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধৃতি দিয়ে সম্প্রতি এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
মঙ্গোলিয়ার জেনারেল ইনটেলিজেন্স এজেন্সির প্রধান গেরেল দর্জপালাম জানান, দুই মাস তদন্ত চালানোর পর ২৯ অক্টোবর অভিযান চালিয়ে এসব চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চীন নাগরিকদের সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে কিছু না বললেও তিনি বলেছেন, তারা জুয়া, প্রতারণা, কম্পিউটার হ্যাকিং, পরিচয় নকল ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা