ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিতে গত ২৪ ঘণ্টায় অন্তত নিহত হয়েছেন ১৩ জন। সংঘর্ষে এ পর্যন্ত আড়াইশর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীর গুলিতে সোমবার বিক্ষোভ চলাকালে আটজনের মৃত্যুর পর মঙ্গলবার ভোরের দিকে নিহত হয়েছেন আরও পাঁচজন। খবর এপির।
উল্লেখ্য, কর্মসংস্থান সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত ১ অক্টোবর থেকে বাগদাদে আন্দোলন-বিক্ষোভ তীব্র হচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ