তাজিকিস্তানের উজবেক সীমান্তঘেঁষা একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলার চেষ্টা করে মুখোশধারী জঙ্গিরা। তবে দেশটির সীমান্ত প্রতিরক্ষা বাহিনী সে হামলার চেষ্টা নস্যাৎ করে দেয়। এ সময় অন্তত ১৭ জন নিহত হন।
মঙ্গলবার রাতে তাজিকিস্তানের সীমান্ত ফাঁড়িতে হামলা চালালে এ ঘটনা ঘটে। এসময় বেশ কয়েক জন বন্দুকধারীকে আটক করা হয়।
তাজিকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি জানায়, আগ্নেয়াস্ত্রসহ মুখোশ পরা ২০ জনের অজ্ঞাত একটি দল তাজিকিস্তানের একটি সীমান্তফাঁড়িতে হামলা করে। এ সময় তাজিক সীমান্তবাহিনীর পাল্টা হামলায় ১৭ জন নিহত হন।
তাজিক সীমান্ত বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখার সদস্য।
তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ঘটনাটি ঘটেছে। গত বছর এক হামলায় তাজিকিস্তানে বাইসাইকেল আরোহী ৪ বিদেশি পর্যটক নিহত হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন