আফগানিস্তানের প্রাদেশিক আদালতের ৪ বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশে এ ঘটনা ঘটেছে। স্থানীয় টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।
পাকতিয়া থেকে মাইক্রোবাসে করে কাবুলে ফেরার পথে তাদের ওপর হামলা চালায় বন্দুকধারীরা। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার দূরে বাকি আবাদ নামক ছোট শহরের একটি মার্কেট এলাকায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।
সশস্ত্র তালেবানরা বিচারপতিদের গাড়ি টার্গেট করে হামলা চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তাদের গাড়ি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন বিচারকেরা।
বিডি প্রতিদিন/ফারজানা