আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের গুজরাট এবং দিল্লিতে একযোগে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিকল্পনার পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দিকে আঙুল তুলছে দিল্লি পুলিশ। তাদের দাবি, নিজেদের দায় এড়াতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাটি আইএস জঙ্গিদের দিয়ে এই নাশকতার পরিকল্পনা করছে।
ভারতীয় গণমাধ্যম আজকালের খবর, দিল্লি পুলিশ গত ৯ ডিসেম্বর তিনজন জঙ্গিকে আটক করেছিল। তাদের জেরা করে কিছুদিন বাদেই গুজরাট থেকে আরও চারজন জঙ্গিকে আটক করে।
তারপর সবাইকে একসঙ্গে জেরা করে জানা যায় তাদের সঙ্গে আরও দু’জন জঙ্গি ছিল। যাদের এখনও হদিশ মেলেনি। সেখান থেকেই জানা যায় আইএসআই এই জঙ্গি পাঠাচ্ছে ২৬ জানুয়ারি দেশের দুটি গুরুত্বপূর্ণ শহরে হামলা চালানোর জন্য।
বিডি-প্রতিদিন/মাহবুব