২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:২৮

মার্কিন নৌবাহিনীর ২৪টি হেলিকপ্টার কিনছে ভারত

অনলাইন ডেস্ক

মার্কিন নৌবাহিনীর ২৪টি হেলিকপ্টার কিনছে ভারত

ভারতীয় নৌবাহিনীতে এবার জুড়তে চলেছে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার MH-60 রোমিও। ইতিমধ্যেই এটি কেনার জন্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২৫০ কোটি ডলারের অনুমোদন পাস হয়েছে মোদির মন্ত্রিসভায়। ভারতের সেনাবাহিনীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২৪টি এই বিমান কিনতে চলেছে ভারত।

সুরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিএস) বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সেনাবাহিনীর জন্য ২.৪ বিলিয়ন মার্কিন ডলারের ২৪ টি MH-60 ‘রোমিও’ মাল্টি-মিশন হেলিকপ্টার কেনার বিষয়টি সাফ জানিয়েছে। এদিন সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগেই এই অনুমোদন পাস হয়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে লকহিড মার্টিন হেলিকপ্টার কেনার বিষয়ে মোদির মন্ত্রিসভা সবুজ সংকেত দিতে পারে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল সংবাদসংস্থা রয়টার্স। এক্ষেত্রে দু’পক্ষের মধ্যে মোট ২৬০ কোটি মার্কিন ডলারের চুক্তি হতে পারে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর