২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০০

'ভূপাতিত বিমানের ২ পাইলটকে হত্যার চেষ্টা করেছে সৌদি'

অনলাইন ডেস্ক

'ভূপাতিত বিমানের ২ পাইলটকে হত্যার চেষ্টা করেছে সৌদি'

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের যে টর্নোডো জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে তার দুই পাইলটকে হত্যার চেষ্টা চালিয়েছিল সৌদি আরব। এজন্য বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সে জায়গায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

বিমান ভূপাতিত করার পর সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছিল যে, বিমানের দুই পাইলটকে উদ্ধারের চেষ্টা করেছে সৌদি সামরিক বাহিনী। 

এসপিএ দাবি করেছিল, বিমানের দুই পাইলট জীবিত ছিলেন কিন্তু পরে তাদের সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে গতকাল হুতি আন্দোলনের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ আলী বুখাইতি লেবাননভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে জানান, ১৪ ফেব্রুয়ারি বিমানটি বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলটকে হত্যার চেষ্টা করে সৌদি বাহিনী। এজন্য বিমানটি যে স্থানে পড়েছিল সেখানে দফায় দফায় হামলা চালিয়েছে সৌদি আরব। ওই হামলায় ইয়েমেনের অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর