২ মার্চ, ২০২০ ০৮:১৩

সব বিরোধিতা উপেক্ষা করে সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধ চলবে: রাশিয়া

অনলাইন ডেস্ক

সব বিরোধিতা উপেক্ষা করে সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধ চলবে: রাশিয়া

দিমিত্র পেসকভ

রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, সব ধরনের বিরোধিতা সত্ত্বেও সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ অব্যাহত থাকবে।

তিনি সিরিয়ার ইদলিব প্রদেশে সেদেশের সেনাবাহিনী ও রুশ অবস্থানে সন্ত্রাসীদের গোলাবর্ষণের কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা নির্মূল না হওয়া পর্যন্ত  সিরিয়ার সশস্ত্র বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।

পেসকভ আরও বলেন, সোচি চুক্তি অনুযায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল তুরস্ক; কিন্তু দেশটি সে প্রতিশ্রুতি রক্ষা করেনি।

সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বর্তমানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দামেস্ক। ওই অভিযানে সম্প্রতি ইদলিবে মোতায়েন ৩৪ তুর্কি সেনা নিহত হয়। এরপর রবিবার তুরস্ক সিরিয়ার দু’টি জঙ্গিবিমান ভূপাতিত করে এবং তুরস্কের চারটি ড্রোন গুলি করে নামায় সিরিয়া।সার্বিকভাবে সিরিয়ার ইদলিব প্রদেশে তুরস্ক ও সিরিয়ার মধ্যে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে এবং দু’দেশ সম্পূর্ণ যুদ্ধাবস্থায় রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর